ডেস্ক রিপোর্ট :
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখড়া গ্রামের কছিম উদ্দিন ফকিরের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। এরপর তারা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ৪টি বিদেশী গরু ,কাপড়-চোপড় চাল লুট করে ট্রাক দিয়ে নিয়ে যায়।
এঘটনায় বাখড়া গ্রামের মৃত মজিবর রহমান ফকির এর ছেলে মোঃ কছিম উদ্দিন ফকির কালাই থানায় একটি ডাকাতি মামলার এজাহার দায়ের করেন।
পরে পুলিশ সুপার জয়পুরহাটের সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার আসামী কে আক্কেলপুর থেকে গ্রেফতার করেন ।
গ্রেফতারকৃত আসামী হলেন,ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের দক্ষিণ বস্তা (বাসতা) গ্রামের মোঃ রাশেদুল ইসলাম এর ছেলে মেহেদী হাসান ওরফে চিকন আলী।
পুলিশ সুপার জানান, ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামের কছিম উদ্দিন ফকির নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় কালাই থানায় মামলা হলে পুলিশ ডাকাতদের ধরতে অভিযানে চালায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আক্কেলপুর থানা এলাকা থেকে ডাকাতির অন্যতম হোতা মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান চলছে।