ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জয়পুরহাটের কালাইয়ে জনসমাবেশ অনুষ্ঠিত।
শনিবার (৪ অক্টোবর) বিকাল তিনটায় উপজেলার পুনট ইউনিয়নের চাকলমূয়া গ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের এবং সহযোগী সংগঠনের উদ্যোগে স্কুল মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ক্ষেতলাল সরকারি এস এ কলেজ এর সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব আশরাফ আলী মন্ডলের সভাপতিত্বে মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সাবেক সচিব ও বিএনপি নেতা মোঃ আব্দুল বারী।
এছাড়াও প্রধান বক্তার বক্তব্য রাখেন. কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদ মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলীম, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, জেলা যুবদলের সাবেক সভাপতি এ এইচ এম ওবাইদুর রহমান সুইট সহ অনেকেই।
এসময় উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।