শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে ড্রামট্রাক ও সিএনজি সংঘর্ষ শিশুসহ নিহত – ৩ আহত -২

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের কালীগঞ্জে ঘোড়াশাল বাইপাস সড়ক দুর্ঘটনায় একটি ডাম্প ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত শিশুর মা-বাবা আহত হয়েছেন।

নরসিংদীর ঘোড়াশাল থেকে কালিগঞ্জে উদ্দেশ্যে আসা ইটের সুরকি ভর্তি একটি ডাম্প ট্রাক নরসিংদীগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নরসিংদীর মনোহরদী উপজেলার দশদোনা গ্রামের নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) এবং সিরাজগঞ্জের হাফিজুর রহমানের শিশু ছেলে তানিম রহমান (৪) নিহত হয়।

অলিউল্লাহ ও আবু তালেব দুর্ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় শিশু তানিমকে শ্রীপুর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানিমের বাবা সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০) ও মা স্ত্রী ছালমা বেগম (৩৫) এ সময় আহত হয়েছেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, আহতদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত ডাম্প ট্রাক ও সিএনজি অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category