শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বগুড়া ইউনিট প্রধান নির্বাচিত আব্দুল মোমিন পিয়াস

আব্দুল মুমিন পিয়াস / ৩৮ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় নিবেদিত সংগঠন “সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ”-এর বগুড়া ইউনিট প্রধান ও অনুসন্ধান পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আব্দুল মোমিন পিয়াস। সম্প্রতি সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

সাংবাদিক আব্দুল মোমিন পিয়াস দীর্ঘদিন ধরে পেশাগত জীবনে নিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি ন্যায়ভিত্তিক ও সাহসী সংবাদ পরিবেশনের জন্য সহকর্মীদের মাঝে পরিচিত।

দায়িত্ব গ্রহণের পর আব্দুল মোমিন পিয়াস বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা আজ সময়ের দাবি। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে গিয়ে অনেক সাংবাদিক অন্যায়ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। বগুড়া ইউনিট থেকে আমরা সাংবাদিকদের পাশে দাঁড়াবো, তাদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবো।

এ বিষয়ে তার অত্যন্ত কাছের ছোট ভাই ও সহকর্মী, গাবতলী উপজেলা প্রতিনিধি আহসান হাবিব শিবলু বলেন, পিয়াস ভাই বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন ব্যবসায়ী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি, তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত চঞ্চল, মেধাবী এবং কৌতূহলী ছিলেন। পিয়াস ভাই একজন বিএসসি ইঞ্জিনিয়ার, লেখক, সমাজসেবক, নিউজ এডিটর এবং নিষ্ঠাবান, অন্যায়ের সঙ্গে আপোষহীন এক তথ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং একটি কন্যা সন্তানের জনক। তিনি প্রতিদিনের কাগজের বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার জন্য তিনি প্রতিদিনের কাগজের সম্মানিত সম্পাদক খায়রুল আলম রফিক স্যারের অত্যন্ত কাছের আস্থাভাজন একজন প্রতিনিধি হিসেবে পরিচিত। তার মাধ্যমেই বগুড়ায় সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ প্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আমার জেলা প্রতিনিধি ও প্রিয় বড় ভাইকে এই সম্মানিত দায়িত্ব প্রদান করায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

আব্দুল মমিন পিয়াসের পিতা বলেন, আমরা পিয়াসকে ছোটবেলা থেকেই দায়িত্বশীল এবং সততার সঙ্গে বড় হতে দেখেছি। সাংবাদিকতার পেশায় তার সততা ও নিষ্ঠা আমাদের জন্য গর্বের বিষয়। তার এই নতুন দায়িত্ব গ্রহণ আমাদের পরিবারের জন্য আনন্দের বিষয়। আমরা তার পাশে আছি এবং আশা করি তিনি সাংবাদিক সমাজের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তার স্ত্রী বলেন, আমাদের পিয়াস শুধু পরিবারের দায়িত্ব পালনে নিখুঁত নন, বরং পেশাগত জীবনে তিনি সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত লড়ছেন। আমরা তার এই নতুন দায়িত্বে আরও সফলতা কামনা করি। তার সততা, নিষ্ঠা ও অনুসন্ধানী মনোভাবের জন্য আমরা গর্বিত।

কেন্দ্রীয় নেতৃত্ব এক বিবৃতিতে বলেন,আব্দুল মোমিন পিয়াস দায়িত্বশীল, সৎ ও অনুসন্ধানী সাংবাদিক হিসেবে ইতোমধ্যেই বগুড়ায় সবার আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে বগুড়া ইউনিট সাংবাদিক সমাজের জন্য আরও শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠবে। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, আইনি সহায়তা প্রদান এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।

প্রসঙ্গত, প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয়। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন বা হয়রানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি, আইনগত সহায়তা এবং সহকর্মীদের পাশে থেকে সংগঠনটি ইতোমধ্যে সাংবাদিক সমাজে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে।

সহকর্মী ও গণমাধ্যম কর্মীরা আব্দুল মোমিন পিয়াসকে বগুড়া ইউনিট প্রধান ও অনুসন্ধান পদে নতুন দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তারা বিশ্বাস করেন, তার নেতৃত্বে বগুড়া ইউনিট সাংবাদিক সমাজের জন্য আরও শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category