শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

জয়পুরহাটে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

জয়পুরহাট প্রতিনিধি:

শিক্ষা ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে “শিক্ষক প্রতিনিধি সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট শহরের স্টেশন রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি তাইফুল ইসলাম ফিতা। প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার প্রধান উপদেষ্টা ফজলুর রহমান সাঈদ, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ বি এম ফজলুল করিম বলেন, শিক্ষা উন্নয়ন ও শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। দেশের প্রতিটি শিক্ষককে সংগঠিত করে আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। একজন শিক্ষক জাতির মেরুদণ্ড, তাই তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় কোনো আপস করা যাবে না।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে ধর্মীয় ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার আলোয় আলোকিত করতে হলে শিক্ষকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। তবে নীতি নির্ধারণী পর্যায়ে শিক্ষকদের পরামর্শ নেওয়া এবং তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা জরুরি। এক্ষেত্রে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থেকে দাবি আদায়ে সচেষ্ট হতে হবে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের পদোন্নতি, বেতন কাঠামো, অবসর সুবিধা, চিকিৎসা সেবা, শিক্ষাবান্ধব নীতি বাস্তবায়নসহ নানা দাবির কথা তুলে ধরেন। তারা বলেন, শিক্ষকরা যদি আর্থিক ও সামাজিকভাবে সুরক্ষিত না হন তবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ সম্মেলনে শিক্ষকদের সমস্যা, চাহিদা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।

শেষে সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা শিক্ষকদের কল্যাণে, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং একটি আধুনিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে একযোগে কাজ করে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category