শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

জয়পুরহাটে নলকূপের ট্রান্সফর্মার চোর আটক 

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে অগভীর নলকুপে স্থাপনকৃত পল্লী বিদ্যুৎ এর ট্রান্সফরমার চোর চক্রের ২ জন সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামার গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আওয়াল (৪০) একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র ছানোয়ার হোসেন (৩০)।

স্থানীয়সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট আওলাইয়ের বয়রা গ্রামের মৃত শাজাহান মন্ডলের অগভীর নূলকূপের একটি ট্রান্সফরমার চুরি হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর আব্দুল আওয়াল চুরি হওয়া ট্রান্সফরমার ২০ হাজার টাকার বিনিময়ে ফেরত দিতে চান। কিন্তুু তাকে টাকা দেওয়ার পর ট্রান্সফরমার ফেরত দিতে বিভিন্ন বাহানা করে। এজন্য নলকূপের মালিক শাজাহান তাকে চাপ দিতে থাকে। পরে গত ৮ তারিখে ট্রান্সফরমারের ভিতরে থাকা তামার কয়েল বের করে নিয়ে শুধু মাত্র ট্রান্সফরমারের ঢোলটি স্থানীয় একটি নদীতে ফেলে রেখে যায়। পরবর্তীতে শুধু ট্রান্সফরমারের ঢোল পেয়ে আবারও গভীর নলকূপের মালিক শাজাহান মন্ডল আওয়ালকে চাপ দিলে আজ শনিবার ছাতিনালি বাজারে নেওয়া টাকা ফেরত দিতে আসলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন। বিকেলে ঘটনাস্থলে পুলিশ আসলে আটক ব্যক্তিদ্বয়কে তাদের নিকট সোর্পদ করেন।

বর্তমানে এলাকায় আবারও ট্রান্সফার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে । গত রাতে ইউনিয়নের দুগরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে নুরুন্নবীর গভীর নলকুপের ৩ টি ট্রান্সফর্মার চুরি হয়েছে বলে জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category