শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

বেরোবিতে ইনোভেশন হাব গাইডলাইন কর্মশালা

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

পারভেজ হাসান সায়েম, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ‘ইনোভেশন হাব সংক্রান্ত খসড়া গাইডলাইন’ বিষয়ে মতামত প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কর্মশালাটির আয়োজন করে।

উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে কর্মশালায় যোগ দেন। তিনি বলেন, ইনোভেশন হাবের মাধ্যমে বেরোবি গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও এগিয়ে যাবে। শিক্ষার্থীরা এতে তাদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি দেশীয় সমস্যার সমাধানে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন তৈরির সুযোগও তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেরোবি সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি) পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর অতিরিক্ত পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম। আলোচক হিসেবে অংশ নেন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের ডিভাইস ইনোভেশন এক্সপার্ট তৌফিকুর রহমান এবং ইউজিসি’র ইনফরমেশন ম্যানেজমেন্ট শাখার উপ-পরিচালক (সিস্টেম এনালিস্ট) দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

এছাড়া কর্মশালায় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব ও মোঃ সজিব মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category