জয়পুরহাটের কালাইয়ে তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার আহাম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র বাজারে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য প্রভাষক আব্দুস সবুর এর আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে হাতিয়র বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. রাশিদুল আলম এর সভাপতিত্বে পল্লী চিকিৎসক আব্দুল মজিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
এসময় কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরী, পৌর- আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম সরকার, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজ উদ্দিন, বিএনপি নেতা ইউনুছ আলী, আব্দুল আলীম আকন্দ, যুবদল নেতা তরিকুল ইসলাম তালুকদার রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম কামরুজ্জামান তোতা, সদস্য সচিব আঞ্জুম আলী স্বপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলমসহ যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।