কালাই ( জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম ইসলাম নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইলদীঘি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম নান্দাইল চক মুড়লি গ্রামের মোঃ মামুনুর রশিদ এর ছেলে তিনি এলাকায় স্থানীয়ভাবে গবাদিপশুর চিকিৎসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে নিজ বাড়িতে মুরগির সেডে বিদ্যুৎ লাইনের কিছু ত্রুটির কারণে সেটি ঠিক করতে যান তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে এবং ঘটনাস্থলে ই তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। গ্রামবাসী প্রশাসনকে সহায়তা না করে উল্টো পুলিশ এর উপর চড়াও হয় বলে জানিয়েছেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।