শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

ভোলাহাটে ‘৭১র রণাঙ্গনের যোদ্ধা মদিন মাঝি চলে গেলেন, না ফিরার দেশে

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘৭১র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সহযোদ্ধা উপজেলার বৃহত্তর বজরাটেক গ্রামের মৃত রূপা শেখের ছেলে চলে গেলেন না ফিরার দেশে! (ইন্না-লিল্লাহী………রজিউন)! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৫) বছর। তিনি স্ত্রী, ছেলেমেয়ে, নাতিনাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার সময় দীর্ঘদিন বিভিন্ন রোগে শোকভোগের পর না ফিরার দেশে পারি জমান। তিনি রণাঙ্গন ‘৭১র বীরমুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতার কাজে নিয়োজিত ছিলেন।

মৃত্যুর পরের শুক্রবার সকাল ১০টার সময় বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মৃত মদিন মাঝির নামাজে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এ সময় মৃতের জানাযায় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডাঃ মোঃ আশরাফুল হক চুনু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোঃ মনিরুল ইসলাম মন্টু, মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোঃ তৈমুর হোসেন, মোঃ আফসার হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ।

রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকুষদল বীরমুক্তিযোদ্ধা মদিন মাঝির গার্ড অফ ওর্নার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category