ডেস্ক রিপোর্ট:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে শুক্রবার ভোরে আটাপাড়া বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৮৩/২৫-এস এর কাছে চেচড়া নামক স্থানে মাঠের মধ্যে ১টি বস্তার ভিতরে ৩টি পলিথিনে মোড়ানো মালিকবিহীন অবস্থায় ১শ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ এবং ভারতীয় ম্যাজিক মোমেন্টস মদ উদ্ধার করে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অফিস জানায় উদ্ধার মদের সিজার মূল্য-১ লাখ,৫১ হাজার ৫শটাকা। মাদক বিরোধী অভিযান অব্যহাত থাকবে বলে জানানো হয়।