শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

সিংড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ গ্রেফতার -১

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল শালিকা পাড়া গ্রামের জামতলী-বামিহাল সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় ৫০টি পুড়িয়া (মোট ৫০ গ্রাম) গাঁজাসহ স্থানীয়ভাবে ‘ভূগোল’ নামে পরিচিত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ভূগোলের স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা। তিনি পূর্বে সিংড়ার ধুরশন গ্রামে বসবাস করলেও বর্তমানে ইটালী ইউনিয়নের রাতাল শালিকা পাড়া এলাকায় অবস্থান করছিলেন।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।

স্থানীয় সূত্র জানায়, ভূগোল দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজা সংগ্রহ ও বিক্রি করে আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category