শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে ফার্মেসিতে নকল শিশুদের ওষুধ, জরিমানা ও সিলগালা

সত্যের কাগজ / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল শিশুদের ওষুধসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুরে পরিচালিত এই অভিযানে রোকেয়া ফার্মেসি, যা ‘ফাতিহা ফার্মা’ নামে পরিচিত, থেকে নকল শিশুদের ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং প্রস্তুতকারকবিহীন ওষুধ জব্দ করা হয়।

এছাড়া দোকানে কৃত্রিমভাবে সিল বসিয়ে ওষুধের দাম বাড়ানোর প্রমাণও পাওয়া যায়। এসব অপরাধের কারণে ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে সিলগালা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ। তিনি বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

একই দিনে নিকটবর্তী মেসার্স আবির ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category