ঘাটাইল প্রতিনিধি:
ঘাটাইলে সন্ধানপুরের হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও খাদ্য বিভাগ ঘাটাইল উপজেলা আয়োজিত হতদরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করেন ডিলার মো. রজব আলী।
সারাদিন সুশৃঙ্খল ভাবে কার্যক্রম শুরু হয়। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় বৃষ্টি কারনে প্রথম দিন মানুষজন কম এসেছে তবে চাউল সুশৃঙ্খল ভাবে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া হতদরিদ্রদের মাঝে চাল বিতরণের কার্যক্রম শুরু হয়।
এ সময়, সন্ধানপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ ট্যাগ অফিসার আতিকুর রহমান উপস্থিত ছিলেন।