দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর ইনার হুইল ক্লাব ও লাইফ কেয়ার হাসপাতালের আয়োজনে যৌথ প্রজেক্ট ও ক্লাব প্রজেক্ট অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর-২০২৫ সোমবার শহরের পাহাড়পুরস্থ লাইফ কেয়ার হাসপাতাল চত্বরে যৌথ প্রজেক্ট কেয়ার ফর প্রেগনেন্ট ওমেন ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট ডাঃ মমতাজ বেগম পলী। তিনি গর্ভবতী মায়েদের ও রোগীদের সময় মতো খাবার, বিশ্রাম, টিকা নেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট-১ মালেকা পারভীন, ভাইস প্রেসিডেন্ট-২ সফিয়া ফারুক চৌধুরী, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট নইমা সুলতানা, সেত্রেুটারী রেজভীন সারমিনাজ রুমানা, আইএসও ফরিদা বারি, ক্লাব করেসপনডেন্ট জিন্নাতুন আরা, ট্রেজারার লায়লা শামীমা, এডিটর নুর ছাবা হোসেন, সদস্য সাবিহা রহমান, নাজমা মশির, ফারজিনা আক্তার, নাসমিনা ইসলাম প্রমুখ।
এখানে ৫০জন হতদরিদ্র নারীকে বিনামূলে সেবা প্রদান সেই সাথে ঔষধ পত্র প্রদান করা হয়। এছাড়াও অপরদিকে ক্লাব প্রজেক্টে বর্জ্য নিষ্কাশনের সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় ইনার হুইল ক্লাবের কর্মকর্তাবৃন্দ, হাসপাতালের স্টাফগন অংশগ্রহণ করেন। এছাড়াও লাইফ কেয়ার হাসপাতালের জন্য ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে চিকিৎসা বর্জ্য রাখার ৪টি বর্জ্য নিষ্কাশন ড্রাম প্রদান করা হয়।