ডেস্ক রিপোর্ট :
জয়পুরহাটের কালাইয়ে বৌয়ের স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন সঞ্চিতা রানী নামের হরিজন সম্প্রদায়ের এক নারী।
রবিবার (৩১আগষ্ট) সন্ধ্যায় কালাই উপজেলার পুনট কর্মকার পাড়া এলাকার দুর্জয় কর্মকার এর বৌ হিসেবে স্বীকৃতি পেতে অনশনে বসেন তিনি।
জানাগেছে, সঞ্চিতা রানী সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার লাহেরী মোহনপুর এলাকার হরিজন সম্প্রদায়ের মেয়ে সে দশম শ্রেণীর শিক্ষার্থী শখের বশে টিকটক করতো সেখান থেকেই পরিচয় দুর্জয় কর্মকার এর সাথে।
সঞ্চিতা রানী জানান, টিকটকের মাধ্যমে পরিচয় দুই বছরের প্রেমের সম্পর্ক দুর্জয় কর্মকারের সঙ্গে এক পর্যায়ে মন্দিরে বিয়ে করেন তাঁকে। তবে সম্প্রদায়ভিত্তিক বৈষম্যের কারণে দুর্জয়ের পরিবার এ বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়।
এদিকে দুর্জয় কর্মকার বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। স্বামীর স্বীকৃতি ও সামাজিক গ্রহণযোগ্যতার দাবিতে সঞ্চিতা রানী পুনট কর্মকার পাড়া এলাকায় ছেলের বাবা দুলাল কর্মকারের বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন।