শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

দীর্ঘ সময়ের অনশন শেষে ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পারভেজ হাসান সায়েম,বেরোবি প্রতিনিধি:

ছাত্র সংসদের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের প্রায় ৬০ ঘণ্টা পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ,আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা হবে। ভোটগ্রহণ ২৬ থেকে ৩০ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন অনুষ্ঠিত হবে। সরকারের কতৃক গেজেট প্রকাশ মাত্রই এ রোড ম্যাপ বাস্তবায়নের সকল প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে এবং তফসিল ঘোষণা করা হবে।

এর আগে শিক্ষার্থীরা রবিবার ১৭ আগস্ট,২০২৫ সকাল ১১ টা থেকে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসে। ১৮ আগস্ট সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ১০ দিনের সময় নেয়া হলেও অনশনকারী শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

এরপর মঙ্গলবার ১৯ আগস্ট,২০২৫ দুপুরে বেরোবি ছাত্র সংসদের জন্য গঠিত ইউজিসি কমিটির প্রথম মিটিং ২১ আগস্ট, ২০২৫ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়।

সর্বশেষ মঙ্গলবার ১৯ আগস্ট,২০২৫ রাতে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণার রেজিস্টার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই নির্বাচনের এ রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

অনশনকারী গণিত বিভাগ ছাত্র সংসদের ভিপি আরমান হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতির মাধ্যমে বলেন, “আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট সফল।কৃতজ্ঞতা যারা আমাদের এই সংগ্রামে সংহতি জানিয়ে পাশে ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ আয়োজনের মধ্য দিয়ে বাকি বিশ্ববিদ্যালয়ের জন্য উদাহরণ তৈরি হবে বলে আশা করছি।

শিক্ষার্থীরা মনে করছেন, দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category