শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

সখিপুরে কাঁদা সড়কে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বানিয়ারছিট-বড়চওনা সড়কের মাচিয়া বাজার পর্যন্ত মাত্র দুই কিলোমিটার কাঁচা রাস্তা দ্রুত পাকা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার বানিয়ারছিট ও মাচিয়া গ্রামের শতাধিক মানুষ ও শিক্ষার্থী কাদা সড়কে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন চলাকালে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছলে এক ব্যক্তি কাদায় পড়ে আহত হন।

ভুক্তভোগীরা জানান, বড়চওনা বাজার থেকে বানিয়ারছিট বাজার পর্যন্ত সড়কের দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। এর মধ্যে বড়চওনা থেকে মাচিয়া পর্যন্ত তিন কিলোমিটার পাকা হলেও মাচিয়া থেকে বানিয়ারছিট পর্যন্ত দুই কিলোমিটার এখনো কাঁচা। বর্ষাকালে এই সড়ক দিয়ে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে গ্রামবাসীকে বড়চওনা বাজারের ইউনিয়ন পরিষদে যেতে ১২ কিলোমিটার অতিরিক্ত ঘুরতে হয়।

বানিয়ারছিট বাজারের ব্যবসায়ী মোস্তফা কামাল বলেন, “উপজেলা শহর ও ইউনিয়ন পরিষদে যেতে হলে এ সড়ক ছাড়া আর কোনো বিকল্প নেই। বড়চওনা উপজেলার সবচেয়ে বড় হাট। কিন্তু কাঁচা রাস্তার কারণে কৃষক ও ব্যবসায়ীদের ১২ কিলোমিটার ঘুরে পণ্য বাজারে নিতে হয়, এতে পরিবহন খরচ বেড়ে যায়।

বানিয়ারছিট সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে ফজলুল হক জানান, মাচিয়া থেকে শতাধিক শিক্ষার্থী বর্ষাকালে হাঁটুসমান কাদা মাড়িয়ে বিদ্যালয়ে আসে। এ কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত স্কুলে যেতে পারে না। বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র তামিম বলেন, “চার দিন আগে স্কুলে আসার পথে পা পিছলে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, এর আগেও সড়কটি পাকা করার দাবিতে মানববন্ধন হয়েছিল। তবে সেই সময়ের সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করতে পারেননি।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরিফুর রহমান বলেন, আগামী অর্থবছরে এ ২ কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category