সত্যের কাগজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের, লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জয়পুরহাট -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো আব্বাস আলীর সার্বিক দিকনির্দেশনায় জয়পুরহাটে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ আগষ্ট) বিকেল পাঁচটায় ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার সহ আশেপাশের দোকান ও সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়।
এসময় ক্ষেতলাল উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমির নেতৃত্বে, ক্ষেতলাল পৌরসভার সাবেক বিএনপি নেতা আলোম চৌধুরী,জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ডিএম জাকির, জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মস্ত, ক্ষেতলাল উপজেলার যুবনেতা আদর,রিক্সা ভ্যান অটো শ্রমিকদের সভাপতি আহসান হাবীব হাসান, মামুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাইজিদ মন্ডল, মামুদপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বিএনপি নেতা ফজলুর রহমান, বিএনপি নেতা ইয়াসিন আলী, যুবদল নেতা আব্দুর রহিম, মামুদপুর বিএল উচ্চ বিদ্যালয়ে সহ-কারী শিক্ষক আবু কাহার মাস্টার, সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, কৃষকদলের নেতা কাওসার মন্ডল, সিয়াম মন্ডল,আতাউর রহমান, আব্দুল্লাহ সহ প্রায় শতাধিক বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।