সত্যের কাগজ ডেস্ক:
গাজীপুরের চান্দানা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছেন সারিয়াকান্দি উপজেলার সাংবাদিকরা।
রবিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় সারিয়াকান্দি প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধনে সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আকতারুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাংবাদিক আমিনুল ইসলাম হিরু,রফিকুল ইসলাম,আব্দুল লতিফ,সাহাদত জামান,হারুনুর রশীদ হারুন,পাভেল মিয়া, মিলন প্রমুখ। এতে উপজেলার প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।