সত্যের কাগজ ডেস্ক:
জয়পুরহাটের কালাইয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি ১৫ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ দেড় লক্ষ টাকা লুট এর ঘটনা ঘটেছে।
রবিবার (১০ আগষ্ট) ভোর ৪ টার দিকে মুখোশধারী ৮ জন ডাকাত উপজেলার পৌরমহল্লার তালুকদার পাড়ায় এক শিক্ষক পরিবারের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এবিষয়ে ভুক্তভোগী নাফসি তালুকদারের স্ত্রী জানান, গভীর রাতে হঠাৎ একজন ঘরে ঢুকে নিজেকে ডাকাত পরিচয় দেয়। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, তারা আমার স্বামীর হাত-পা বেঁধে আমাকে দিয়ে সন্তানদের জাগিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে। ভয়ঙ্কর কণ্ঠে বলে, কথা বললে জবাই করবে। আমরা কিছু বলতে সাহস পাইনি।
ভুক্তভূগি শিক্ষক নাফসি তালুকদার জানান, ডাকাতরা বাড়ির পেছন দিকের গ্রিলের রড কেটে ও একটি ছোট পকেট গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে যে গেটের কথা পরিবারের বাইরে আর কেউ জানত না। তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল, শুধু চোখ দেখা যাচ্ছিল।তারা আমার হাত পা বেঁধে ফেলে ধারালো অস্ত্র ধরে ছিলো,
তিনি আরো বলেন আমাকে রাজনৈতিক ভাবে চাপে রাখতে ও এমন ঘটনা ঘটাতে পারে,তবে মুখ ঢেকে রাখায় কাউকে চিনতে পারে নি।
চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে ঘরের সব কিছু এলোমেলো হয়ে আছে এরকম ঘটনা আগে ঘটেনি বলে আতংকে আছেন এলাকাবাসী।
ঘটনার খবর পেয়ে জয়পুরহাট জেলা পুলিশের একটি দল ঘটনা স্হল পরিদর্শন করেন। এ বিষয়ে কালাই থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে, তবে এখনো কোনো মামলা হয়নি।