ডেস্ক রিপোর্ট:
সাবেক নৌ-বাহিনী প্রধান, যোগাযোগ ও কৃষিমন্ত্রী মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এর ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৬ আগষ্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জয়পুরহাট -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্বাস আলী’র উদ্যোগে উপজেলার মোলামগাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও বিএনপির দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তার দেশসেবার অবদানের কথা স্মরণ করা হয়।
উক্ত মাহফিলের উপস্থিত ছিলেন কালাই,উপজেলা বিএনপির প্রবীণ নেতা মোজাহার আলী ফকির, ক্ষেতলাল উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, কালাই উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা, জিয়া সাইবার ফোর্স জয়পুরহাট জেলার সভাপতি ডি এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহাদ বাবু, সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, মামুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাইজিদ মন্ডল, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা আহসান হাবীব হাসান, কৃষক দলের ইয়াছিল আলী,সাইদুর রহমান, যুবনেতা,আলোমগীর হোসেন,রাজু তালুকদার, ছাত্রনেতা এমরান হোসেন মামুন, রুবেল শহিদসহ কালাই,ক্ষেতলাল, আক্কেলপুর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।