জুলাই গনঅভূত্থানে নিহত রিতা আক্তার এর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁর কবরস্থানে এ পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ নাজনীন ডেইজি, মাধ্যমিক শিক্ষা অফিসার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসানসহ উপজেলা জামায়াতের নেতা কর্মী ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নিহত রিতা ঢাকার মিরপুরে দুয়ারীপাড়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। গেল বছর ( ৫ আগষ্ট) ঢাকায় ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ হন । তিনি কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের আশরাফ আলীর মেয়ে ।
কবর জিয়ারত শেষে পুনট বাসস্টেশন এ উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়