অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের কালাইয়ে শিক্ষা ট্রাস্ট এর উদ্যোগে ২০২৩-২৪ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার পহেলা জুলাই কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা: সবুর আলী।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির বিএনপির পৌর আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল,জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ ও ট্রাস্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মাওলানা মোজাফ্ফর হোসেন বলেন,শিক্ষা যদি ধর্মভিত্তিক হয়, তাহলে শিশুরা ছোটবেলা থেকেই নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষিত হবে। পাঠ্যপুস্তকে সুদের হিসাবের পরিবর্তে ওসর ও যাকাতের হিসাব অন্তর্ভুক্ত করা উচিত।
কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড নাফিউজ্জামান তালুকদার ডলার শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং জেলা প্রশাসকের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সারা বছরের বেতন মওকুফের বিষয়ে প্রস্তাব দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগে বৃত্তি পাওয়া ছিল গর্বের বিষয়। সেই সম্মান আজও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। শিক্ষা বৃত্তি প্রদান শেষে পরিবার পরিকল্পনা দপ্তরে ঔষধ হস্তান্তর করা হয় পরে সরকার অনুমোদিত ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করেন অতিথিবৃন্দ
।