ডেস্ক রিপোর্ট:
জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: আব্বাস আলী।
মক্রলবার (১জুলাই) বিকেলে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবা সহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন তিনি।
পরিদর্শন শেষে আব্বাস আলী বলেন, দেশনেত্রী আপোষহীন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী। কালাই উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ রোগী ও সেবাপ্রাপ্তদের সঙ্গে কথা বলেছি তাদের অভিজ্ঞতা শোনেছি এবং ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছি।
তিনি আরো বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের অধিকার ও দাবি আদায়ের সংগ্রাম করে যাচ্ছে। আমাদের ৩১ দফা রূপরেখার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ আমি সরাসরি আপনাদের মাঝে এসেছি, আপনাদের অভিজ্ঞতা শুনছি এবং বাস্তবতা দেখছি। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।
এসময় ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, আক্কেলপুর এম আর ডিগ্রি কলেজের প্রো-ভিপি ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন প্রামাণিক, বিএনপি নেতা আতাউর রহমান, বাইজিদ মণ্ডল, ফজলুর রহমান, আনিসুর রহমান, জাসাস নেতা আক্কেল আলী ও আব্দুর রহিমসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।