শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সৈয়দ রুবেল, ঝালকাঠী: / ৪৫ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

সৈয়দ রুবেল, ঝালকাঠী:

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ২২ জুন সকাল ১০টায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে দপদপিয়া জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও সড়ক অবরোধের মাধ্যমে নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন, যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানজটের কারণে স্থানীয় যাত্রীরা মারাত্মক হয়রানির শিকার হন ।

বিএনপি নেতা নাজমুল আহসান নান্টু মল্লিকের বক্তব্যে চেয়ারম্যানকে “ফ্যাসিস্ট সরকারের দোসর” আখ্যা দিয়ে অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগ তোলা হয় ।

চেয়ারম্যান জনগণের ভোট ছাড়াই ক্ষমতাসীন হয়েছেন বলে দাবি করা হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার এমুদ্রা তাঁর অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ।

সোহরাব হোসেন অভিযোগগুলো “মিথ্যা ও বানোয়াট” বলে প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে ।

দেশব্যাপী ১,৪১৬ ইউপি চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত, যাদের অনেকেই দুর্নীতি বা মামলার অভিযোগে আত্মগোপনে রয়েছেন ।

অনুপস্থিত চেয়ারম্যানদের জায়গায় প্যানেল চেয়ারম্যান বা ইউএনওদের দায়িত্ব দেওয়া হচ্ছে, যা স্থানীয় সেবা বিঘ্নিত করছে ।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে নলছিটির ৯ ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। তাঁরা বিজয় দিবসে ৩০ লাখ টাকা চাঁদাবাজিরও দাবি করেন ।

কুলকাঠি ইউনিয়নে চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে আগস্ট ২০২৪-এ মানববন্ধন হয় । রানাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমানকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার করা হয় ।

চেয়ারম্যানদের অনুপস্থিতি ও বিরোধের কারণে জন্মনিবন্ধন, ভাতা বিতরণ, সনদ প্রদানসেবা স্থবির হয়ে পড়েছে । স্থানীয় সরকার বিভাগ প্যানেল চেয়ারম্যান বা ইউএনওদের ক্ষমতা হস্তান্তরের নির্দেশনা জারি করেছে, কিন্তু এর কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে ।

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এবং এর ফলে সৃষ্ট গণআন্দোলন স্থানীয় প্রশাসনিক সংকটের প্রতিচ্ছবি। জাতীয় পর্যায়ে অনুপস্থিত চেয়ারম্যানদের উচ্চ হার ও দুর্নীতির সংস্কৃতি এই সংকটকে তীব্রতর করছে। স্থানীয় সেবা পুনরুদ্ধার এবং জনঅসন্তোষ প্রশমনে জরুরি ভিত্তিতে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত  করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category