জয়পুরহাটের কালাইয়ে সৌদি প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি, মারধর এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে । গেল সোমবার (৯ জুন ) এঘটনায় কালাই থানায় একটি এজাহার দায়ের করেন ভুক্তভোগী শেফালী বিবি (৩৬) কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামে এ ঘটনা ঘটে ।
ভুক্তভোগী গৃহবধূ শেফালী বিবি (৩৬) এজাহারে উল্লেখ করেন, তাঁর স্বামী মইফুল ইসলাম জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন। এ সুযোগে একই গ্রামের সম্পর্কে চাচা শশুর আনোয়ার হোসেন (৪০) এবং তাঁর স্ত্রী সালমা বেগম (৩৫) দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন।
এজাহার সুত্রে আরো জানা গেছে, গত ৬ জুন দুপুর ১১টার দিকে বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভুক্তভোগীর পথরোধ করে। প্রথমে গালিগালাজ করলেও পরে তাঁকে টেনেহিঁচড়ে তাঁদের বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা । সেখানে তাঁরা ওই ভুক্তভোগীর শ্লীলতাহানি ঘটিয়ে, অশ্লীল ছবি তোলে এবং মারধর করে। ঘটনার একপর্যায়ে ভুক্তভোগীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় অভিযুক্ত ব্যক্তিরা । সে সময় ভুক্তভোগী চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে গুরতর আহত অবস্থায় তাঁকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। প্রবাসীর স্ত্রীর উপর এ ধরণের নির্মম নির্যাতনের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে ভুক্তভোগীর চাচা শশুর অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে মুঠেফোনে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
কালাই থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।