ডেস্ক রিপোর্ট:
জয়পুরহাটে নিজ বাসার সামনে ছাত্রদলের এক নেতাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ মে) আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে শহরের ইসলামনগর এলাকায় নিজ বাড়ির সামনে এ তাকে হত্যা করা হয়।
নিহত ব্যক্তির নাম বিপ্লব আহমেদ (৩০)। শহরের ইসলামনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি ছাত্রদলের জয়পুরহাট শহর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন ।
এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপরে এ তথ্য জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক।
গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া ইসলাম নগর মহল্লার রুবেল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার, একই মহল্লার সোহেল রানার স্ত্রী শ্রাবণী আক্তার, সদর উপজেলার ভাদসা দক্ষিণ কোচকুড়ি গ্রামের গ্রামের সামছুদ্দিনের ছেলে রাসেল হোসেন।
জয়পুরহাট সদর থানার ওসি জানান, পৌরসভা এলাকায় দুপুর ১২ টায় পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিপ্লব আহাম্মেদ পিয়াল কে দুর্বৃত্তরা নির্মম ভাবে ধারালো চাকু এবং লোহার রড দিয়ে হত্যা করে পালিয়ে যায় এ ঘটনায় পিয়ালের গ্রেফতার মা এজাহার দায়ের করে নিয়মিত মামলা রুজু করেছি এবং তিনজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।