ডেস্ক রিপোর্ট:
জয়পুরহাটে নিজ বাসার সামনে ছাত্রদলের এক নেতাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ মে) আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে শহরের ইসলামনগর এলাকায় নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বিপ্লব আহমেদ (৩০)। শহরের ইসলামনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি ছাত্রদলের জয়পুরহাট শহর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন ।
এবিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ধারণা করা হচ্ছে মাদক বিক্রিতে বাধা ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে হত্যাকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পিয়ালের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চালানো হচ্ছে।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।