ডেস্ক রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে জয়পুরহাটে মশাল মিছিল করেছে জয়পুরহাট কলেজ শাখা ও শহর ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ মে ) রাতে শহরের বাজলা স্কুল থেকে মশাল মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পাচুর মোড়ে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রাখেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাগর চৌধুরী, ছহরাফ ইসলাম ইমন, আহাদ হোসেন, শিমুল চৌধুরী, বোরহান, নিয়ামুল,শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান আল বান্না,শহর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল আমিন হোসেন, সাব্বির হোসেন, পিয়াল, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাহিদ উদ্দিন, রাকিবুল ইসলামসহ অনেকেই।
এ সময় বক্তারা বলেন, সাম্য হত্যার আজ ১৪ দিন হয়ে গেছে। আমরা এখনো সুষ্ঠু বিচার পাইনি।একটি ছাত্রদলের কর্মীও আঘাতপ্রাপ্ত হলে তার জবাবদিহিতা করতে হবে। ছাত্রদল বসে থাকবে না।সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।