ঘাটাইল উপজেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল গফুর। দুই চোখের অন্ধ হওয়া সত্ত্বেও, জীবন যুদ্ধে থেমে নেই তিনি মাত্র ৯ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দুই চোখের আলো হারিয়ে তিনি অন্ধ হয়ে যান। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার জীবনযাত্রায় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবল দিয়ে তিনি সংসারের সকল কাজ নিজেই পরিচালনা করছেন। অন্ধত্ব কখনো বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি তার কাছে। একসময় বাবা-মার সহযোগিতায় করেছেন কৃষি কাজ। তারপরও প্রতিবন্ধকতার কাছে হার মানেননি তিনি। প্রানীসম্পদ চিকিৎসকের পরামর্শে ২০১৫ সালে প্রথম ১২শ মুরগি নিয়ে খামার শুরু করেন তিনি। বর্তমানে ১৮শ মুরগী রয়েছে তার খামারে। এই সাফল্যের কারনে সমাজের কাছেও তিনি অনুকরনীয়।সরকারিভাবে সহযোগিতা পেলে সে আরো এগিয়ে যাবে।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: আবু সাঈদ জানান, দৃষ্টি প্রতিবন্ধি হওয়া সত্ত্বেও আব্দুল গফুর একজন সফল খামারী। আমাদের পক্ষ থেকে তাকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।