ডেস্ক রিপোর্ট:
জয়পুরহাটের কালাইয়ে কৃষকদলের নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১মে) বিকেল চারটায় কালাই মহিলা কলেজ হলরুমে উপজেলা নবনির্বাচিত কৃষক দলের আহ্বায়ক সৈয়দ শহিদুল ইসলাম লিপটন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা কৃষকদলের আহব্বায়ক সেলিম রেজা ডিউক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব মুঞ্জুরে মওলা পলাশ।
কামরুজ্জামান তালুকদার হিরোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সহ আরোও অনেকে।
এছাড়াও আহাম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ তাজ, কৃষকদলের নবনির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, সদস্য সচিব প্রিন্স, সদস্য শাহিন, মহিলা দলের সভানেত্রী আরজেলা বেগম, সাধারণ সম্পাদিকা লিপি আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের আত্নমার মাগফেরাত কামনা করে নবনির্বাচিত কমিটির সকল সদস্য, দেশবাসীসহ সকল মুসলমানদের জন্য মোনাজাত করেন মোহাম্মদ আলী জিন্নাহ ।