ডেস্ক রিপোর্ট:
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে “শিক্ষার গুণগতমান উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকাল ৪ টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে কালাই উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবাইদুর রহমান চন্দন।
এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম, হোসেন যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরী আহাম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি তাজ উদ্দিন আহমেদ তাজ শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।