জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘেরকান্দি ও রৌয়াইল গ্রামের মধ্যবর্তী হাওর থেকে সৈয়দুর মিয়া (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। সে মেঘেরকান্দি (রামপুর) গ্রামের ইউনুস মিয়ার ছেলে। শুক্রবার (১৬ মে) বিকালে হাওরের ধান ক্ষেতে এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এলাকাবাসী জানান, হাওরের দিঘীর পাড়ে একটি পরিত্যক্ত ঘর রয়েছে, ধারনা করা হচ্ছে তাকে সেখানে প্রথমে হত্যা করে পরে পাশের জমিনে ফেলে রাখা হয়।
এ ব্যাপারে নিহত সৈয়দুর মিয়ার পিতা ইউনুস মিয়া বলেন, আমার ছেলের গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমার ছেলেকে শরীরের বিভিন্ন স্থানে ছোঁরা দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা হাওর থেকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি সহ আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসি। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করো ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।