ডেস্ক রিপোর্ট:
জয়পুরহাটে র্যাবের অভিযানে ২৮ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প।
শুক্রবার (১৬ মে ) রাত আনুমানিক সাড়ে দশটায় জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকা থেকে আসামিদের আটক এবং তাদের কাছ থেকে একটি মটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার সকালে র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত আসামী হলেন নওগাঁ জেলার মহাদেবপুর থানার ঘোষপাড়া এলাকার মোঃ জয়নাল আবেদিন এর ছেলে মোঃ মনজু হাসান (৪২) এবং লক্ষীপুর এলাকার মৃত আব্দুর রশিদ এর ছেলে মোঃ মাসুদ রানা।
র্যাব জানান, গ্রেফতারকৃত আসামী মনজু এবং মাসুদ চিহ্নিত মাদক কারবারী তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট এবং নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামী মনজু এবং মাসুদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন আটাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় একটি মামলা রুজু হয়েছে।