ডেস্ক রিপোর্ট
জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
‘সি’ ক্যাটাগরিতে জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলায় ৭৯ জন আহত জুলাই যোদ্ধাদের মাঝে মোট ৭৯ লাখ টাকার অনুদান প্রদান করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এসময় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, যতবারই জুলাই যোদ্ধাগণের সাথে একত্রিত হই, প্রতিবারই নতুন করে শক্তি পাই। প্রশাসন ও সাংবাদিক প্রত্যেকেই আপনাদের দেখে সঠিকভাবে কাজ করার অনুপ্রেরণা পাই। যাদের দেশ নিয়ে ভাবার কথা নয়, তাদেরকেও সেদিন রাজপথে নামতে হয়েছিল। এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।