শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

জয়পুরহাটে ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে 

Reporter Name / ২২৪ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

মেহেদুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি:

হাজার বছরের ঐতিহ্য মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্পের স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক মেলামাইন বা এ্যলুমিনিয়াম এর তৈরি বিভিন্ন সামগ্রী চাহিদা কম থাকায় বিলুপ্তির পথে জয়পুরহাটের ক্ষেতলালের ঐতিহ্যবাহী মৃৎশিল্প।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ হাটশহরের পালপাড়া গ্রাম এক সময় এ পালপাড়ায় ঘরে ঘরে তৈরি হতো মাটির জিনিসপত্র কিন্তু প্লাস্টিক সিরামিকস ও এ্যলুমিনিয়াম পন্যের ব্যবহার বাড়ায় মাটির তৈরি পন্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ।

এই গ্রামের প্রায় ৫০টি পরিবার জীবন ও জীবিকার তাগিদে মৃৎশিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন বছরের পর বছর কিন্ত মাটির অভাব, প্রয়োজনীয় পুঁজি ও পরিকল্পিত উদ্যোগের অভাবে চরম সংকটে দিন কাটাচ্ছেন তারা।

মাটির তৈরি এসব সামগ্রীর ন্যায্যমূল্য না থাকায় বাধ্য হয়ে অন্য পেশা বেছে নিচ্ছেন অনেকেই। সিরামিকস ও এ্যলুমিনিয়াম পন্যের ব্যবহার বাড়ায় হাজার বছরের ঐতিহ্য মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে তবুও আশায় আছেন কারিগররা।

মৃৎশিল্পী কারিগর রাজেশ্বর চন্দ্র পাল বলেন, প্লাস্টিকের জিনিসপত্র বের হয়ে হামার মাটির জিনিস কেউ নেয় না। বছরে একবার পহেলা বৈশাখ, হিন্দুর বিয়া বাড়ি ও বিভিন্ন পূজার সময় একটু বেচাকেনা হয়। অন্য সময় তাও হয় না। এক সময় এই ব্যবসার যথেষ্ট কদর ছিল। বাড়িতে এসে পাইকাররা বায়না দিয়ে যেত। এখন আর সেই দিন নাই। আগে কামাই খুব হইত। কিন্তু এখন পেটই চলে না।

একই গ্রামের মৃৎশিল্প কারিগর শ্রী সুভাষ চন্দ্র পাল বলেন, এই ব্যবসা ব্রিটিশ আমল থেকে। জাত ব্যবসা হিসেবে ধরে আছি এখনো। কিন্তু বেচাকেনা কম, দিন যায়না।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সত্যের কাগজকে জানান. ক্ষেতলাল উপজেলার দক্ষিণ হাটশহর এলাকায় প্রায় ৫০টি পরিবার মাটির তৈজসপত্র উৎপাদনের সাথে সম্পৃক্ত রয়েছে। আমাদের সরকারি সহযোগীতা করার যে সুযোগটি রয়েছে। তারা যদি আমাদের কাছে আবেদন করে ,আমরা তাদের পাশে থাকার সর্বাত্মক প্রচেষ্টা করবো। মৃৎশিল্প গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য। এই শিল্পকে টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category