ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। অভিযানে মাদক বিক্রির নগদ টাকা ও ইয়াবা বহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (সকাল) মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রাম থেকে অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, তার ছেলে লিমন হাসান এবং পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বাড়ির মালিক দেলোয়ার হোসেন পালিয়ে যান, তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী, ছেলে ও সহযোগীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে ওই বাড়ি থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪ হাজার ৮৭০ টাকা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
মহেশপুর থানা পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা ইয়াবা, নগদ অর্থ ও মোটরসাইকেল ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
এই অভিযানের মাধ্যমে মহেশপুরে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান আরও স্পষ্ট হলো বলে মনে করছেন স্থানীয়রা।