জয়পুরহাটে প্রতিনিধি:
জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে ধর্ষন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে নাগরিক দায়িত্ব ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩মে ) সকাল ১১টায় উপজেলার আক্কেলপুর বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি মো.নুর-ই-আলম হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মো.মন্জুরুল আলম. অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদর দপ্তরের আজীবন সদস্য ডাঃ মাহবুব হাফিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম সবুজ. সহকারী প্রকৌশলী আবদুল বাতেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পৌর জামায়াতের সেক্রেটারী মোঃ রিপন হোসেন সহ আরো অনেকে।