জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে ৯০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প।
শুক্রবার সকাল এগারোটায় র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানান.বৃহস্পতিবার (১লা মে) জয়পুরহাটের বড় হেলকুন্ডা এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৯০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন,জয়পুরহাট সদর থানা এলাকার বড় হেলকুন্ডা গ্রামের শ্রী রনজিত চন্দ্র মালীর ছেলে শ্রী রতন চন্দ্র মালী একই এলাকার মোঃ.ইমাম আলীর ছেলে মো. রাসেল হোসেন।
র্যাব আরোও জানান.আটককৃত আসামিরা জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো