কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট কালাইয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো ইফতেকার রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা জামায়াতের আমির মোঃ মুনছুর রহমান, জয়পুরহাট ট্রাক শ্রমিকের সাবেক সহ সভাপতি আব্দুল আলিম, কালাইয়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমতাহার হোসেনসহ আরও অনেকে।
অপরদিকে কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকের উদ্যোগে আনুমানিক ৮০০ গৃহ নির্মাণ শ্রমিকদের নিয়ে কালাই প্রেসক্লাবের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।