জয়পুরহাট জেলা প্রতিনিধি:
ঘুষ, দুর্ণিতি, মাদক সেবন বন্ধ এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান নতুন বাংলাদেশ উপহার দিবেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের কালাই সরকারি মহিলা কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
এসময় ক্ষেতলাল উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ মাসুদ আঞ্জুমান,আক্কেলপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আরিফ ইফতেখার রানা, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মেহেদী হাসান, সাবেক সচিব আব্দুল বারীর সহধর্মিণী নাজমা আরা বেগম, উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, সহকারী অধ্যাপক আব্দুল আলীমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।। পরে কলেজ মাঠ থেকে প্রধান সড়কে মিছিল বের হয়ে পাঁচশিরা বাজারে গিয়ে শেষ হয়।