ডেস্ক রিপোর্ট:
জয়পুরহাটের কালাইয়ে ২০২৫ এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) সকালে ইয়া ইলেকট্রনিক্সের আয়োজন এ ওয়ালটনের সহযোগিতায় মঈন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রফেসর ডঃ সৈয়দ সরওয়ার জাহান লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই মঈন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল, রিজিওনাল সেলস ম্যানেজার ওয়ালটন ডিস্ট্রি বিউটর নেটওয়ার্ক মেহেদী হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, আহাম্মেদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মওলা, শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান ও নাজুমা আক্তার সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে কালাই উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।