শিরোনাম :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে রেলওয়ে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ পরিচালনা করতে যাচ্ছে। বিএনপির এক আবেদনের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ ট্রেন চলাচলের সুবিধার্থে নিয়মিত চলাচলকারী তিনটি ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের জন্য ১০টি রুটে বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এর ফলে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের আগামী ২৫ ডিসেম্বরের যাত্রা একদিনের জন্য স্থগিত রাখা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

বিশেষ ট্রেন চালানো হবে কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর রুটে।

রেলওয়ের প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব এই বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ পরিচালনার মাধ্যমে অর্জিত হবে। এর সঙ্গে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫ মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category