পার্বত্যঞ্চল প্রতিনিধি :
অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়াকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র জনতা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়
সমাবেশে বক্তরা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় ঐ শিক্ষার্থীকে একা পেয়ে স্থানীয় তিন যুবক দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ভিকটিম।
বক্তরা আরো বলেন,বিচারহীনতার সংস্কৃতির কারণে পাহাড়ে নারী নির্যাতন-ধর্ষণের মতো ঘটনা অব্যাহত রয়েছে। আমরা এ হীনমন্যতা কর্মকান্ডের সাথে যারা জড়িত তারা তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।
প্রতিবাদ সমাবেশ থেকে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। পাশাপাশি আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জন এবং ২৬ সেপ্টেম্বর খাগড়াছড়িতে নারী নিপীড়নবিরোধী মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে উক্যেনু মারমা, সুমন চাকমা, আকাশ ত্রিপুরা ও কৃপায়ন ত্রিপুরা বক্তব্য রাখেন।
এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সন্দেহভাজন শয়ন শীল (১৯)-কে আটক করে পুলিশ। আটক শয়ন শীল স্থানীয় বাপ্পী শীলের ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।