শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

সাবেক ভূমি মন্ত্রীকে কয়েক ঘন্টা হেফাজতে রাখার পর বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

শেরপুর প্রতিনিধিঃ

সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে কয়েক ঘণ্টা হেফাজতে রাখার পর তার বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ১১টার দিকে মুচলেকা নিয়ে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেয় জামালপুর সদর থানা পুলিশ। পরে পুলিশ তাকে শহরের সিংহজানী সড়কের মুসলিমাবাদ এলাকার বাসায় তাকে পৌঁছে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক। এর আগে মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে শেরপুরে বিক্রি করা জমির দলিল লিখে দিতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে নিয়ে রক্ষা করে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়র জিম্মায় তাকে বাসায় পৗঁছে দেয়া হয়েছে। উল্লেখ্য, ৮৩ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরের সংসদে (দশম সংসদে) তিনি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category