ডেস্ক রিপোর্ট:
নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজে বিএনসিসির মহাস্থানগড় ইউনিট আয়োজিত ক্যাম্পিং-এ “রোড সেফটি এবং ছাত্র-ছাত্রীদের করণীয়” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, “প্রতি বছর বাংলাদেশে প্রায় ১০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার ৩৫%। তাই হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে।”
অনুষ্ঠানে ৫ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ট্রাফিক বিভাগের সদস্যরা অংশ নেন। শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।