শিরোনাম :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাসে আগুন

Reporter Name / ৭৫ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

শেরপুর প্রতিনিধি:

শেরপুর সদরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

রবিবার (১৫ জুন) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মজনু মিয়া (৫০) সদরের ভাতশালা ইউনিয়নের ছফর উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়া মোটরসাইকেলে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাম্মী ডিলাক্স নামে এক বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজনু মিয়া মারা যান। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু কিছু সময় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের ভাতিজা শহিদুল ইসলাম জানান, আমার চাচা কিছুদিন আগে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে এসেছেন। তার ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। এখন এই সংসারটা কিভাবে চলবো। আমার চাচাকে অন্যায়ভাবে মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে গেলেও স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাদের বাঁধা দেয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচলে কোন ভোগান্তি হচ্ছে না। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category