শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

রাত পোহালেই শুরু হচ্ছে পবিত্র হজ্বের মূল আনুষ্ঠানিকতা 

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫
ছবি - দৈনিক সত্যের কাগজ

ডেস্ক রিপোর্ট:

পবিত্র মক্কা নগরীতে জড়ো বিশ্বের বিভিন্নদ্ধ প্রান্তের অন্তত ১৫ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লী অংশ নিয়েছেন ৮৭ হাজার বাংলাদেশী একই কাপড়ে একই নিয়তে আল্লাহর দরবারে মুসল্লিদের হাজির হওয়ার দিন পবিত্র তম দিন হজ্বের দিন ।

নর-নারী, অর্থবিত্ত,জাত,পাত নির্বিশেষে সকলেই আল্লাহর কাছে সমান এটি তারই প্রমাণ মুসল্লিদের সেই পবিত্র দিন ৮ই জিলহজ্ব পবিত্র হজের আনুষ্ঠানিকতার প্রথম দিন এদিন ফজরের নামাজের পরেই মিনার উদ্দেশ্যে রওনা হবেন বেশিরভাগ হজ যাত্রী তবে অনেকেই রওনা হয়েছেন এশার পর মিনায় বন্দেগীতে রাত যাপন করবেন মুসল্লিরা হজের দ্বিতীয় দিন বৃহস্পতিবার মিনা থেকে পনেরো কিলোমিটার দূরে আরাফা ময়দানে গমন করবেন মুসল্লিরা হজ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন শেষ বিচার দিনের প্রতীক ইয়ামুল আরাফা আরাফাই সূর্যাস্ত পর্যন্ত থাকার পর ৯ কিলোমিটার দূরে মুজদালিফায় যাবেন মুসল্লিরা এ সময় তারা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপের জন্য কংকর সংগ্রহ করবেন এদিন পরদিন শুক্রবার পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপন করবেন হাজিরা মিনায় প্রত্যাবর্তন করে শয়তানের উদ্দেশ্যে প্রতিটি কঙ্কর নিক্ষেপ করবেন তাঁরা ।

এদিকে হজ পালন নির্ভিক্ষ করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার নেওয়া কঠোর হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মিনা থেকে আরাফাত যাওয়ার বেশিরভাগ পথই হেটে যাবেন হাজিরা পবিত্র স্থানগুলোতে নেয়ার জন্য প্রায় পাঁচ হাজার ট্রেন যাত্রার ব্যবস্থা করা হয়েছে ।

সামর্থ্যবানদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন ফরজ বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র মক্কা নগরীতে প্রায় ১৮ লাখ মুসল্লি হজ্জ পালন করার কথা রয়েছে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৮৭ হাজার ১০০ মুসল্লী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category