শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: 

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”— এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার বাজারে নাগরিক কল্যাণ কমিটির আয়োজনে

রবিবার ( ১৯ অক্টোবর) বিকেল ৪ টায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় যুবক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলম মানিক, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হযরত আলী,সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,ছাত্র প্রতিনিধি মো: তারেক মাহমুদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাহী সদস্য মো. রবিউল ইসলাম (রতন)। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, “মাদক একটি সমাজ ও গোটা প্রজন্মকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তারা আরও বলেন, “যে মুখে আমরা পবিত্র ‘মা’ শব্দটি উচ্চারণ করি, সেই মুখে কখনোই মাদক গ্রহণ করা উচিত নয়।”

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে কাতিহার নাগরিক কল্যাণ কমিটি। আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে তারা নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category